শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন
আমি প্রেম বিলিয়ে যাই তাহার সনে গো ,
আপন স্বজন হয়ে _
যে দিয়ে যায় মোর হেঁয়ালিপূর্ণ ভালবাসা ,
একাকীত্বের আলিঙ্গনে ।
কথা ভেজানো দই কল্প-কাহিনী রূপকার ,
যতই দরবেশ সাজে _
বুঝতে কি গো বিলম্ব রয় সূর্য উদয় হলে ,
সে প্রকৃতি পরিচয়ে !
মানুষ সকল একই সবাই সুন্দরের পূজারী ,
ঐ মুগ্ধতায় জরিয়ে _
সত্য সবার উপরে সত্যের জয় অবস্মভাবী ,
তবুও মিথ্যা আশ্রয়ে ।
গদ-গদ ভাব বিরাজ করছে সর্ব অঙ্গ যেন ,
গম্ভীর ভাব ফোটাতে _
চক-চক করিলে কি আর খাঁটি সোনা হয় ,
পরীক্ষিত না হলে !
বিনামূল্যে যে মোর করে যায় ময়লার বিনাশ ,
সেই তো বন্ধু আমার _
আত্মশুদ্ধির আরও এক ধাপ এগিয়ে যেতে ,
সহায়ক ভূমিকা তার ।
প্রেমের তরে মন বিবাগী শীতলতায় যায় ছেয়ে ,
আঁধার যেখানে প্রাপ্তি _
সত্যের পথে অনর থেকে তেজস্ক্রিয়তা ছড়ানো ,
যা ঐ সূর্য কিরণ রশ্মি ।
এতো সকল মানুষ বৈষম্য পাহাড় আত্মবধি ,
একে অপরের তরে _
সকল ভালবাসাই প্রতিদান পেতে অনড় রয় ,
ঐ বিশ্বাসে-বিশ্বাসে ।
মানুষ তুমি একলা পথিক শেষের দিনের লাগি ,
পড়ে রবে সকল কর্ম _
কিভাবে এতো শান্তি জাগে মনে পৈশাচিকতায় ?
অন্যের করে অনিষ্ট !
তাকেই তো অনেক জানি কতটা আপন সে হয় ,
দর্শন রয় ব্যবহারে _
প্রাপ্তি যেখানে সীমাবদ্ধতার আদল জরিয়ে দেয়া ,
জটিল সৃষ্টি সেখানে ।
সমালোচনা হয় সকলের শুধু সময় অপেক্ষা মাত্র ,
যে কোন কেন্দ্র করে _
৩ ব্যক্তি খোশগল্পে মসগুল কেউ ১জন দূরে গেলে ,
আবার তাকেই নিয়ে ।
কখনো তো হয়নি অন্যের ইচ্ছায় জীবন সাজানো ,
কিছুটা রয় আমিত্বতা _
মানুষ তুমি একলা হয়ে মন রক্ষা কত জনের আর ,
নেইকি নিজের স্বাধীনতা !
যা দৃশ্যমান তাই অদৃশ্য হয়ে রয় মন মানুষের তরে ,
যেমন যার বন্দনা !
কেউবা অনেক কাছে টেনে নিয়ে দিয়েছে আঘাত ,
মিটাতে ঐ কামনা ।
যেখানে আলো সেখানেই আঁধার ভিত্তি প্রকৃতিতে ,
এগিয়ে যাওয়ার পথে _
সাবলীল হলেও নিত্য রূপে নিজেকে খুঁজে পাওয়া ,
দিন বদলের অঙ্গীকারে ।।
তরুন কবি।