বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে রাজারহাটে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক।
মামলার বিবরণে জানা যায়, রাজারহাটে সিন্দুরমতি কফি হাউজ নামক একটি হোটেলে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য। এরই জের ধরে অনিবন্ধিত নিউজ পোর্টাল Rajarhatnews24 ডট কম ওই চেয়ারম্যানকে কুখ্যাত সন্ত্রাস বানিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। এ কারণে অভিযুক্ত চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে নিউজ পোর্টালটির মালিক জেয়ারত হোসেন, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী, মোঃ বিপ্লব আলী, কাজল রায় ও আশরাফ আলীকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন । যার মামলা নং ৩৭/২৩ তারিখ- ০৩- ০৫-২৩ইং। মামলার বিষয়টি বাদী এনামুল হক নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বিষয়ে আমি এখন পর্যন্ত কোন প্রকার লিখিত নোটিশ পাইনি।