বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে বহু হতাহত হয়েছেন। এরমধ্যেই ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে হত্যা করা হতে পারে।
বুধবার (১০ মে) ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) ইমরান খান তার এ আশঙ্কার কথা জানান।-খবর তোলপাড় ।
এ সময় আশঙ্কা প্রকাশ করে ইমরান খান আদালতকে বলেন, কর্তৃপক্ষ একটি ইনজেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে। তাই ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানের মাধ্যমে চিকিৎসা নেয়ার দাবি জানান তিনি।
এরআগে, মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) । পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। পরদিন বুধবার পিটিআইয়ের নেতাকে ইসলামাবাদের পুলিশ লাইনসে স্থাপন করা একটি অস্থায়ী আদালতে তোলা হয়। আদালতের কাছে ইমরানকে ১৪ দিনের জন্য রিমান্ডে চেয়ে আবেদন করেছিল এনএবি, আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পিটিআইয়ের অন্তত ১ হাজার ৯০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র – জিও টিভি