মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার’র কার্যনির্বাহী পরিষদ গঠিত

রিপোর্টারের নাম / ১০০ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আঞ্চ‌লিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফ্রেন্ডস ফেয়ারের কার্যালয়ে সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে জুলফিকার আলীকে সভাপতি, স্বপন সাহা সাধারণ সম্পাদক ও আতাহার আলীকে সাংগঠনিক সম্পাদক করে এ পরিষদ গঠন করা হয়।

এ ছাড়া সহ-সভাপতি শামীম খাঁন, সহ-সম্পাদক তাসমিয়া তাহসিন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিয়ন রায়হানক, ক্রীড়া সম্পাদক প্রত্যয় সাহা অভ্র, দপ্তর ও প্রচার সম্পাদক আল মুকসিত রহমান সাদক, ফরিদুল ইসলাম ও ফারজানা ইসলাম মুনিরাকে কার্যনির্বাহী সদস্য করা হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ও সদস্য জুলফিকার আলী সেনা।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আল আমীন, জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ৩০মে প্রতিষ্ঠিত সংগঠনটি তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফেন্ডস ফেয়ার ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক ভাবে সপ্তাহ ব্যাপি “উলিপুর বইমেলা” আয়োজন করে আসছে। যা দেশের উপজেলা পর্যায়ের বই মেলার পথিকৃৎ এবং কুড়িগ্রাম জেলায় প্রথম। এই সংগঠনের মাধ্যমে ২০২২ সাল থেকে “ফেন্ডস্ ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক যাদুঘর” পরিচালিত হচ্ছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর