মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

ঈগল প্রতীকে নিবন্ধন পেল এবি পার্টি

রিপোর্টারের নাম / ৪০ টাইম ভিউ
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

হাইকোর্টের আদেশের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বুধবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

নতুন নিবন্ধন পাওয়া এ রাজনৈতিক দলটির প্রতীক ঈগল। দলটির নিবন্ধন নম্বর ৫০।-খবর তোলপাড়।

এর আগে গত সোমবার রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।

এবি পার্টির নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশএবি পার্টির নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

এবি পার্টি হলো জামায়াতে ইসলামীর সংস্কারপন্থীদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল। ২০২০ সালের ২ মে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী জামায়াতের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য আর সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

২০২৩ সালে ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন চিঠি দেয়। এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ওই বছরেরই ২৩ আগস্ট হাইকোর্টে রিট করেন।

রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত বছরের ৩১ আগস্ট রুল জারি করেছিল আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর