মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

থানায় দ্রুত মামলা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

রিপোর্টারের নাম / ৪০ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

অসম্মতি অথবা বিলম্ব না করে দ্রুত অভিযোগ গ্রহণ করতে থানাগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিছু থানা সাধারণ ডায়েরি, এফআইআর বা মামলা গ্রহণে অনীহা বা দেরি করছে, এমন অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।-খবর তোলপাড়।

শুক্রবার ২৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন বা বিলম্ব করা হচ্ছে। এ ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।

পরিপত্রে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর তার ও তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা এবং আওয়ামী লীগের জোটের শরিকদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একাধিক অভিযোগ জমা পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর