রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদদাতা, শরীয়তপুর:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পশ্চিম মনাই হাওলাদার কান্দি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ধর্ষক সবুজ প্রধানিয়া (৩২)কে আসামি করে শনিবার (১৩ মে) বিকেলে সখিপুর থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে। এরপর থেকেই পলাতক অভিযুক্ত সবুজ প্রধানিয়া। আসামি হলেন- উপজেলার চরভাগা ইউনিয়নের পশ্চিম মনাই হাওলাদার কান্দি গ্রামের সিদ্দিক প্রধানিয়ার ছেলে সবুজ প্রধানিয়া।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী ছয় বছর আগে মালয়েশিয়া গেছেন। এই সুযোগে প্রতিবেশী সবুঝ প্রধানিয়া প্রথমে তাকে উত্ত্যক্ত করতো। মোবাইলে কথাবার্তা হওয়ার একপর্যায়ে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সবুজ ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৩ জুলাই রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। এরপর ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে তাকে একাধিকবার ধর্ষণ করে।এরপর তার কথা না শুনলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয় সবুজ। একপর্যায়ে ভিকটিম চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত পহেলা মে রাতে ঔষুধ খাইয়ে গর্ভপাত করালে বিষয়টি জানাজানি হয়।
ভিকটিমের আত্মীয়রা এ ব্যাপারে সবুজের পরিবার ও সমাজ প্রতিকে জানালে তাদের চুপ থাকতে বলেন। না হলে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন তারা।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সবুজ প্রধানিয়ার নামে মামলা করেছেন। আসামি পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।