সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৮৬ টাইম ভিউ
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে আমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ২৪আগষ্ট  রাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা ভাতিপাড়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের ইছব আলীর ছেলে নুরনবী (২০) শনিবার ২৪আগষ্ট রাতে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার উপরের আমগাছের ডালের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজখুঁজির পর বাড়ির লোকজন ওই দিন গভীর রাতেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে মানষিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রোববার ২৫আগষ্ট সকালে ঘটনাস্থলে গিয়ে নুরনবীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান আদিলসহ গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতে লাশ দাফনের নিদের্শ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ছেলেটি মানষিক ভারসাম্যহীন ছিল। হাসপাতালের চিকিৎসার কাগজপত্র রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর