মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

রাজারহাটে তিস্তার ভাঙন রোধে মানববন্ধন

রিপোর্টারের নাম / ৩৩ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী খিতাবখাঁ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে শতাধিক বাসিন্দা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড.তুহিন ওয়াদুদ।
তিনি বলেন, তিস্তা নদীর জন্ম ২৩৭ বছর আগে। সেই তখন থেকে প্রতি বছর তিস্তা পাড়ের মানুষ ভাঙনের শিকার হচ্ছেন, যা প্রতি বছরে এক লাখ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। অথচ এই নদীর ৩২ কিলোমিটার ভাঙন রোধে কাজ করা হলে যার ব্যয় হতো ১২০০ কোটি টাকা। কিন্তু সরকার তা না করে রাজনৈততিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো পদক্ষেপ নেয়নি।

তুহিন ওয়াদুদ আরো বলেন, গত চার বছরে গতিয়াশামে দৈর্ঘ্যে সাড়ে ৪ কিলোমিটার এবং প্রস্থে আড়াই কিলোমিটার এলাকা তিস্তা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে প্রায় আটাশত পরিবার উদ্বাস্তু হয়েছে। সরকার একজনেরও পুবর্বাসনের ব্যবস্থা করেনি। ভাঙন বন্ধেও কোনো কার্যকর ব্যবস্থ নেওয়া হয়নি। কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। প্রতি বছর হাজার হাজার ঘরবাড়ি তিস্তা নদীর ভাঙনের শিকার হয়। কেউ আমাদের খোঁজ নেয় নাই। আমরা সাহায্য চাই না। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জোর দাবি তোলেন তিনি।

জানা গেছে, গত ১৫ দিন ধরে চলছে তিস্তার তীব্র ভাঙন। ইতিমধ্যে ৫০টির বেশি পরিবার ভাঙনের শিকার হয়েছে। ভাঙনে দিশেহারা হয়ে পড়ছেন মানুষজন। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২৮ আগস্টের মধ্যে ভাঙন বন্ধের জন্য লিখিত আবেদন প্রদান করা হয়।

আগামীকাল ২৮ আগষ্টের মধ্যে ভাঙন বন্ধে কার্যক্রম নেওয়া না হলে ২৯ আগস্ট ইউএনও এর কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, সংগঠক হাসান জিহাদী ও সুমন মিয়া প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর