এম এইচ শাহীন,উলিপুর(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মে রাতে চিলমারী উপজেলার মাটিকাটা মোড়স্থ ঢাকা বাস ট্রার্মিনাল থেকে জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরক মন্ডল আনন্দবাজার গ্রামের রাজু মিয়া (৩২) ও একই এলাকার গোরক মন্ডল নামাটারি গ্রামের মিজানুর রহমান(২৪)কে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।
মোবাইল : ০১৭৭৩৩৭৪৩৬২ । ইমেইল : dailytolpernews@gmail.com
বিজ্ঞাপন: prohaladsaikot@gmail.com