মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

ড. ইউনূসের ভার কমল, উপদেষ্টাদের দায়িত্বে আবারও রদবদল

রিপোর্টারের নাম / ৪৭ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তরের পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার ২৭আগষ্ট মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। –খবর তোলপাড়।

এতে, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার কাছে মোট ৮টি মন্ত্রণালয় ও ২টি বিভাগের দায়িত্ব ছিল। ফলে তাঁর কাছে থাকা মন্ত্রণালয়ের ভার কিছুটা কমল।

অন্যদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাসান আরিফ নতুন করে পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরানোর পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নতুন করে দায়িত্ব পেয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শারমিন মুরশিদ নতুন করে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের।

এছাড়া ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের রিজওয়ানা হাসান দায়িত্ব পালন করে আসছেন। নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আ.ফ.ম খালিদ হাসান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন। লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করছেন। তাঁদের দায়িত্বে কোনো রদবদল হয়নি। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলামের দায়িত্বে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের দায়িত্বেও কোনো রদবদল হয়নি। ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনদিন দেশে কার্যত কোনো সরকার ছিল না। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। দেশজুড়ে সহিংসতায় অনেকেই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এরপর প্রাথমিকভাবে ৯ আগস্ট মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্ঠন করা হয়। পরে সেটা আবারো ১৬ আগস্ট রদবদল করা হয়। এরপর আজ ২৭ আগস্ট ফের আরেক দফা দায়িত্বে রদবদল করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর