শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের ও দূর্নীতির অভিযোগ

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা রবিবার (২৭শে আগষ্ট) ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার অবৈ ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে ৫ বছর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিয়োগ বানিজ্যের মাধ্যমে বিধি বর্হিভুত ভাবে ৪জন ল্যাব সহকারী নিয়োগ দিয়েছেন। প্রতিষ্ঠানের ভবন ভেঙে ইট বিক্রি, শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নিয়ে সরকারী বই বিতরণ সহ কারিগরি শাখার ভর্তি নিয়ে টালবাহানা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে পদত্যাগ করার পরও অবৈধ ভাবে বেতনভাতা উত্তোলন, প্রতিষ্ঠানের সহকারী হিসাব রক্ষকের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অবৈধ ভাবে নিয়োগ প্রদানের অভিযোগ রয়েছে এই ভারপ্রাপ্ত ।

এবিষয়ে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, যেহেতু আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগ দিয়েছে। এখন সংশ্লিষ্ট কতৃপক্ষ তদন্ত করে যদি আমার বিরুদ্ধে কোন ধরণের দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মেনে নিবেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর