বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের ৩টি ব্যাটালিয়ন এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) মোট ২৬টি স্থানে পতাকা বৈঠকের আয়োজন করে বিজিবি। এছাড়াও বুধবার সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে সচেতনতামূলক সভারও আয়োজন করে তারা।-খবর তোলপাড় ।
বিজিবি সূত্রে জানা যায়, বৈঠকে ভারত থেকে আসা বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, বন্য হাতির আক্রমণে কয়েকজন বাংলাদেশী নাগরিক নিহত ও আহত হওয়া, হাতি কর্তৃক ফসলি জমির পাকা ধান নষ্ট করা, জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি সাধন সংক্রান্ত আলোচনা করা হয়। পরে এ ব্যাপারে বিএসএফ কোম্পানী/ক্যাম্প কমান্ডারগণ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমূহ নিরসনকল্পে উভয়পক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।