বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা, গাজীপুর:
ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে চোখ হারাচ্ছেন রবিউল ইসলাম (২৩) নামের এক চাকরিপ্রত্যাশী যুবক। ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। চাকরির পরীক্ষা দিতে এক বন্ধুর সঙ্গে ঢাকায় আসছিলেন তিনি। বুধবার (১৬ মে) নাটোরের বাগাতিপাড়া থেকে ট্রেনে ঢাকায় আসার পথে রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ট্রেনটি গাজীপুরের টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে নিক্ষেপ করা পাথর এসে লাগে রবিউলের ডান চোখে। সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা প্রকাশ করে রেল পুলিশ বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, ঘটনাস্থলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগার পর সে অচেতন হয়ে পড়ে।
তিনি আরও জানান, বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। ট্রেন থেকে নামার পর সে চোখে কিছুই দেখছিল না। ঘটনা জেনে তুরাগ ব্রিজ এলাকায় গিয়ে কাউকে শনাক্ত করতে পারিনি।