প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ৩:০৯ পি.এম
কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আশিকের মৃত্যু

তৈয়বুর রহমান :
রোববার (১সেপ্টেম্বর) দুপুর দেড় টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কুড়িগ্রামের আশিক বাবু (২৪) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আশিক বাবু জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী চাঁদ মিয়ার ছেলে।
গত (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম শহরে পাল্টাপাল্টি সংঘর্ষের সময় ছাত্রলীগের নিক্ষিপ্ত ইটের আঘাতে আশিক বাবু গুরুতর আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ আশিক বাবু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে কুড়িগ্রাম সদর থানায় আশীক বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। ঢাকা থেকে লাশ নিয়ে আসার পর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে আশিকের মৃত্যুর খবর তার গ্রামে বাড়ি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।
মোবাইল : ০১৭৭৩৩৭৪৩৬২ । ইমেইল : dailytolpernews@gmail.com
বিজ্ঞাপন: prohaladsaikot@gmail.com
Copyright © 2025 Daily Tolper. All rights reserved.