শিরোনাম
ভাবনার মাঝে তুমি
এনিত ইসলাম (ইমন)
আমার বুকে, তোমার ছবি
আমার চোখে,তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
আমার হৃদয়ে, তোমার স্মৃতি।
যে দিকে তাকাই, যেন তোমায় দেখি।
ভালোবাসা কভু, অবহেলা নয়।
ভালোবাসা গল্পের সেরা।
চেহারা কালো তোমার তবুও,
ভালো লাগে আমার।
ইস কি যে মায়া তোমার চোখে।
হাজার ভাবনার মাঝে তোমার,
কথা মনে পড়ে বার বার।
দেখিনি তোমাকে এখনো একবার।
মনে হয় দেখিছি তোমাকে,
হাজার বার।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর