রাজারহাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোহাম্মদ আলী মন্ডল এটম:
কুড়িগ্রামের রাজারহাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অফিসার্স ক্লাব রাজারহাটে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজারহাটের আয়োজনে বির্তকের বিষয় ছিলো “ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সততা ও মূল্যবোধের চর্চাই দুর্নীতি প্রতিরোধের জন্য যথেষ্ট”।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় ও রাজারহাট ফাজিল মাদরাসার শিক্ষার্থী। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব এবং মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক স্বর্ণকমল মিশ্র।
পরে পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ হবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মোঃ মামুন আলী মন্ডল, সহকারী পরিদর্শক মোঃ মারফিদুল হক। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ আলী মন্ডল (এটম), শাহজাহান আলী (সুজন), ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় বিপক্ষ দল রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় এবং সেরা তার্কিক নির্বাচিত হয় পক্ষ দলের মোঃ হামীম ইসলাম। এছাড়াও রচনা প্রতিযোগিতায় ১ম মিশকাতুল জান্নাত ২য় আনিকা নাওয়ার লুব্বা ও ৩য় হয় তাবাসসুম মীম।