রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদদাতা, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা-নাতি মিলে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল কুদ্দুছ (৫৫) ও সর্ম্পকীয় এক নাতি (সেনা সদস্যের) আব্দুল আজিজের পুত্র দোকানী সোহেল রানা (২৫) টাকার প্রলোভন দেখিয়ে একই গ্রামের বিধবা নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করে। এর ফলে এক সময় বিধবা নারী অন্তঃস্বত্বা হয়ে পড়ে। পরে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে নানা-নাতী ধর্ষণের কথা অস্বীকার করে।
পরে শনিবার (২০মে) রাতে ধর্ষিতা বিধবা বাদী হয়ে অভিযুক্ত নানা-নাতির নামে ধর্ষণ মামলা করেন। রোববার (২১ মে) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মুল আসামী আব্দুল কুদ্দুছকে গ্রেপ্তার করে।
ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।