বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
ভাগ্য সহায় হয়নি জুভেন্টাসের। ইতালীয় ফুটবল ফেডারেশনের আপিল আদালত প্রতারণামূলক লেনদেনের অভিযোগের পর সিরিআয় তাদের শেষ পর্যন্ত ১০ পয়েন্ট কাটার রায় দিয়েছে। একই দিনে এম্পোলির কাছে ৪-১ গোলে হেরেছে তুরিন জায়ান্টরা।-খবর তোলপাড় ।
সবমিলে টেবিলের দুই নম্বর থেকে সাতে নেমে গেছে তুরিনের ওল্ড লেডি। শঙ্কায় আগামী মৌসুমে দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলা। ভুয়া আর্থিক লেনদেন, পর্যবেক্ষক সংস্থার কাজে বাধা প্রধানসহ একাধিক অভিযোগে গেলো জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে গেলো মাসে সে সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত।
বিষয়টি নিষ্পত্তি করতে ফেডারেশনের আপিল কোর্টকেও নির্দেশ দেয় আদালত। সোমবার (২২ মে) তিন ঘণ্টার শুনানিতে জুভেন্টাসের ১১ পয়েন্ট কেটে নেয়ার আবেদন করেন সরকারি আইনজীবী। শেষ পর্যন্ত দশ পয়েন্ট কেটে নেয়ার রায় দেয়া হয়।
ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) দেশের ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) আপিল আদালতকে বলেছেন, জুভেন্টাসের কয়েকজন কর্মকর্তাকে দেয়া শাস্তি পুনর্বিবেচনা করতে। অতীত ও বর্তমান মিলিয়ে এর আগে জুভেন্টাসের ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই শাস্তি বহাল রেখেছেন এফআইজিসির আপিল আদালত।