শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

রাজারহাটে ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ

রিপোর্টারের নাম / ১০৩ টাইম ভিউ
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

আসাদুর রহমান শিমু:
কুড়িগ্রামের রাজারহাটে চান্দামারী ফাজিল মাদরাসায় ছাত্রীকে শ্লীলতাহানি করার অপরাধে ২জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। যেকোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসীরা আশংকা করছেন।

অভিযোগে জানা যায়, চান্দামারী ফাজিল মাদরাসার জনৈক ২শিক্ষক তাদের কয়েকজন ছাত্রীর গায়ে-গালে ও স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি অভিভাবকদের জানালে অভিভাবকরা প্রতিষ্ঠানে এসে প্রতিবাদ জানায়।

বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করলে ওই প্রতিষ্ঠিানের নির্যাতিত শিক্ষার্খীসহ সাধারণ শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী -অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। এ ঘটনায় ২সেপ্টেম্বর রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিত শিক্ষার্থীরা। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি ধামা চাপা দিতে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্ত শিক্ষকরা পাল্টা বিক্ষোভ মিছিল করে। এতে উভয় গুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। ঘটনায় উভয় গ্রুপ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর