বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা, বদরগঞ্জ( রংপুর):

রংপুরের বদরগঞ্জে ইউপি সদস্য ইউনুস আলীর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রবিবার (২১ মে) বদরগঞ্জ থানায় এই মামলা করেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত ইউনুস আলী (৩৫) উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মমিন চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, শনিবার (২০ মে) বিকেল ৩টায় মেয়েটির বাড়িতে যান ইউপি সদস্য ইউনুস আলী। এ সময় মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ইউনুস আলী মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইউপি সদস্য কৌশলে পালিয়ে যান। ইউনুস আলী ও মেয়েটি একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর মা বলেন, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় স্বামী বাইরে কাজে ছিলেন। আর আমি বোনের বাড়িতে ছিলাম। মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে ইউপি সদস্য ইউনুস আলী আমার বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। আমি ওর (ইউপি সদস্য) কঠিন শাস্তি চাই।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য ইউনুস আলী। তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এলাকায় ডিশের ব্যবসা করি। ঘটনার দিন মেয়েটির বাড়িতে গিয়েছিলাম টেলিভিশনের চ্যানেল ঠিক করার জন্য। আমি তার ঘরে ১ থেকে ২২টি চ্যানেল পরিবর্তন করে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। ওই সময়ে মেয়ের এক চাচিও সেখানে ছিলেন।

তিনি আরও বলেন, মেয়েটির মায়ের কাছ থেকে আমি চার হাজার টাকা ধার নিয়েছিলাম। অভাবের কারণে সেই টাকা পরিশোধ করতে পারিনি। এতে মানুষের বুদ্ধিতে প্ররোচিত হয়ে মেয়েটির মা আমার বিরুদ্ধে থানায় কুরুচিপূর্ণ অভিযোগ করেছেন।

এ বিষয়ে লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান ডলু শাহ্ বলেন, ওই ঘটনায় আমার পরিষদের ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। সেই ইউপি সদস্য বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন। এ ধরনের বিষয় নিয়ে বিচার সালিশ করার এখতিয়ার আমার নেই।

বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই ইউপি সদস্যকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়
error: Content is protected !!