বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে একটি মাদরাসার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় কমলমতী ছেলে মেয়েরা মাদরাসায় যেতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ ও শিক্ষার্থীরা জানান, উপজেলার নাজিমখান ইউনিয়নের হযরত হালিমা সাদীয়া(রাঃ) বালিকা নুরাণী ও হাফিজিয়া মাদরাসায় প্রায় ৩শতাধিক শিক্ষার্থী রয়েছে। কিন্তু মাদরাসায় যাওয়া আসার সড়কটির মাঝখানে জনৈক শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি রাস্তায় টিনের ঘের দেয়ায় সড়কটি বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, ওই সংযোগ সড়কটি এসএ রেকর্ডে ১৯৬ দাগে ৯৬শতক এবং বিএস রেকর্ডে ৩০৭ দাগের ৯শতক জমি সরকারের ১নং খতিয়ানে অন্তর্ভূক্ত। এরপরও সড়কটি বেদখল দিয়েছে জনৈক সহিদুল ইসলাম গং। এলাকাবাসী আঃ আজিজ, রোস্তম আলী ও নুরনবীসহ অনেকে জানান, সরকারি রাস্তা বেদখল দিয়ে বন্ধ করে দেয়া একেবারে বেআইনি। এছাড়া আমাদের সন্তানরাই ওই মাদরাসায় লেখা পড়া করে।
কিন্তু অতি কষ্ট করে তারা মাদরাসায় যাওয়া আসা করে। সড়ক বন্ধ করার খবর রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত শহিদুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করলে তার বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। কেউ মোবাইল নম্বরটিও দিতে পারেনি।
ওই মাদরাসার পরিচালক মোঃ আঃ রহমান সড়কটি উদ্ধারেরর জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।