শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষি মেলা শুরু

রিপোর্টারের নাম / ৮৯ টাইম ভিউ
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_0

এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী কুড়িগ্রাম এর উদ্যোগে বর্নাঢ্য রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ বৃক্ষের চারার ২৫ টি স্টল পরিদর্শন করেন এবং ফটো সেশনে অংশগ্রহণ করেন। সবশেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিতd হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা বৃন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, খামারী, কৃষক-কৃষাণীগণ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর