রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার ২৮ মে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার নূরে তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা এস,এম আরিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্মযজ্ঞ তুলে ধরেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে।পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।