সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন
আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ক্যাম্প করছে বাংলাদেশ। সেখানে এবার যুক্ত হচ্ছে আরও ৩ নাম। শুরুতে সুযোগ না পেলেও ১২জুন থেকে এই ক্যাম্পে যোগ দেবেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট আগামী ১৪ জুন থেকে মাঠে গড়াবে। সাদা পোশাকের এই ম্যাচটি সামনে রেখে গত ২৯ মে থেকে শুরু হয়েছিল বাংলাদেশ দলের প্রি-সিরিজ অনুশীলন ক্যাম্প। যেখানে ২৬ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিল।-খবর তোলপাড় ।
তবে এই ২৬ জনের তালিকায় ছিলেন না বিজয়, সোহান কিংবা মোসাদ্দেক। তবে নতুন করে লাল বলের অনুশীলনের জন্য ডাকা হয়েছে এই তিন ক্রিকেটারকে। সোমবার থেকেই তারা অনুশীলনে যোগ দেবেন তারা। কাল থেকে জেমি সিডন্সের অধীনে একটি ট্রেনিং সেশন চলবে সেখানে তারা থাকবেন।