বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
আসাদুজ্জামান স্টালিন,জলঢাকা(নীলফামারী):
তথ্য অধিকার বিধিমালায় তথ্য চেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বরাবর আবেদন করেছেন একটি ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সোমবার(১২জুন) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন গুলো করেন ৭নং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যগণ। ইউনিয়ন পরিষদ সদস্যদের এমন আবেদনের ফলে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। পরিশিষ্ট-৭ তথ্য প্রাপ্তির আবেদন ফরম ‘ক’ ফটোকপি পদ্ধতিতে তথ্য চেয়ে তারা প্রত্যেকে আলাদা ফরমে আলাদা বিষয়ে এসব আবেদন করেন।
মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য বাহাদুর খাঁন টিসিবির নামের তালিকা, ২নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ১% টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে, ৯নং ওয়ার্ড সদস্য রফিক গাছ বিক্রি বাবদ ইউনিয়ন পরিষদের তহবিলে কত % জমা,৪নং ওয়ার্ড সদস্য মমিনুর রহমান বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের নাম, ১নং ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী মীরগঞ্জ হাটের ৫% টাকা ইতিপূর্বে কোন কোন খাতে, সদস্য সংরক্ষিত আসন(১) মীরগঞ্জ হাটের উন্নয়ন খাতের টাকা কোন কোন প্রকল্প,৫নং ওয়ার্ড সদস্য জিয়ারুল ইসলাম এডিপি২০২১-২০২২,২০২২-২০২৩ অর্থ বছরে কি কি প্রকল্প করা,৪,৫ও৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য রওশনারা বেগম ভিজিএফ এর তালিকা ২০২১-২০২২ হতে ২০২২-২০২৩ এর তথ্য চেয়ে নিজ নিজ সীল স্বাক্ষরে এসব আবেদন করেন।