বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু মারা গেছেন। (ইন্না লিল্লাহি রাজিউন)। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সারে ভুগছিলেন জেড এইচ মিন্টু। প্রথমে তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে সফলভাবে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে ব্রেন ক্যান্সার ধরা পড়ে। মাস তিনেক আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।-বিনোদন তোলপাড় ।
মিন্টু ‘হারানো মানিক’ চলচ্চিত্রে সহকারী চিত্রগ্রাহক হিসেবে যোগ দেন। ‘চন্দ্রনাথ’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রগ্রাহক হন।
শুভদা, চন্দ্রনাথ, হাঙর নদী গ্রেনেড, কেয়ামত থেকে কেয়ামত, চাঁদনী, আত্ম অহংকার, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি। ২০২০-২১ অর্থ বছরে ‘ক্ষমা নেই’ নামের চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান পান মিন্টু।