উলিপুরে ফের বজ্রপাতে ২ জনের মৃত্যু
আঞ্চলিক সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে কাজলী আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪) সেপ্টেম্বর বিকেল চারটার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টি আসার আগে ওই ইউনিয়নের হকের চরের আব্দুল কাদেরের স্ত্রী নূরিণা বেগম (৪০), মেয়ে কাজলী আক্তার চর থেকে গরু আনতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে কাজলী আক্তার ও তাদের গরুটি মারা যায়। তবে শিশুটির মা নূরিণা বেগম সুস্থ আছেন বলে জানা গেছে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম চর জাহাজের আলগা চরের ওমেদ আলীর ছেলে।
সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।