মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
আইসিসি র‌্যাংকিংয়ে সুখবর পেল নাহিদা-জ্যোতিরা বাংলাদেশ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি শ্রীবরদীতে থানা পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে হত্যা মামলায় ৩ সাংবাদিককে জড়ানোয় টিআইবি, সুজন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্বেগ ও ক্ষোভ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল উলিপুর উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পীরগঞ্জ সীমান্তে ৪ মাদক কারবারির ভ্রাম্যমান আদালতে দন্ড উৎকোচ গ্রহণের ভিডিও ভাইরাল, রেলওয়ের ২ এ্যাটেনডেন্ট বরখাস্ত টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের সোনাজয়ী শ্যুটার সাদিয়া আর নেই

রাজারহাটে দুর্গা প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রিপোর্টারের নাম / ৫৮ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে রবিবার ২১ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাটের বৈদ্যের বাজারে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করেন।

এ সময় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএমসহ থানার একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও প্রতিমা তৈরির মন্ডপগুলো সিসিটিভির আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং পূর্বের থেকে অধিককতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, এবারের শারদীয় দূর্গাপুজায় কুড়িগ্রাম জেলা পুলিশ পুরো জেলায় মাল্টি- লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে এবং বেশিরভাগ পুজামন্ডপ সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর