শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

৩২ কোটি টাকার সিগারেট-স্ট্যাম্প জব্দ !

রিপোর্টারের নাম / ৩৪ টাইম ভিউ
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি টাকার ‘নকল’ সিগারেট ও স্ট্যাম্প জব্দ করেছে যৌথ বাহিনী। কুলিয়ারচরে হেরিটেজ টোব্যাকো ও ভৈরবের তারা টোব্যাকোতে এ অভিযান চালানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ, র‌্যাব, সেনা বাহিনী, ডিসি কার্যালয়, পরিবেশ ও শুল্ক কর্মকর্তারা মঙ্গলবার অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।-খবর তোলপাড়।

অভিযানে হেরিটেজ টোব্যাকো থেকে আসল ও নকল ব্যান্ডরোল মিশ্রিত নিম্নস্তরের ১ লাখ ৬০ হাজার সিগারেট এবং তারা টোব্যাকো থেকে ১৩ লাখ ১৯ হাজার ৮২০টি সিগারেট জব্দ করা হয়। এছাড়া হেরিটেজ টোব্যাকো থেকে ৪৭ হাজার এবং তারা টোব্যাকো থেকে ৫০ হাজারটি নিম্নমানের পুনঃব্যবহৃত স্ট্যাম্প জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে নকল বা জাল সন্দেহে হেরিটেজ টোব্যাকো থেকে আরও ১১ লাখ ২৮ হাজার স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

এনবিআর বলছে, দুই কোম্পানি থেকে জব্দ করা পণ্যের মূল্য ৩১ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার ১০০ টাকা। এর সঙ্গে রাজস্ব যোগ রয়েছে ২৫ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ৩১৬ টাকা। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর