সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ৮২ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

গাজীপুরের টঙ্গীতে এক নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) সন্ধ্যায় টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নারী আইনজীবীর নাম আসমা আক্তার (৩০)। সে টঙ্গী পূর্ব থানা এলাকার মিরাশপাড়া এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে।-খবর তোলপাড় ।

পুলিশের এসআই আরফান আলী নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা আক্তার পেশায় একজন আইনজীবী। সোমবার (১৩ মে) সন্ধ্যায় আসমা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে রাতে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর