মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল কম্পিটিশন ও ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:
‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার স্কিল কম্পিটিশন ও ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলার ভোকেশনাল ও পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এতে অংশগ্রহণ করেন।
সকালে প্রতিষ্ঠান পর্যায়ে স্কিল কম্পিটিশন এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
ইনস্টিটিউট মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরিকৃত অটোমেটিক ফায়ার ফাইটিং রোবট, স্মার্ট হোম এন্ড ইকো সিস্টেম, সাবান, নদী ভাঙ্গনরোধে বাঁধ নির্মাণ, আধুনিক নগর ব্যবস্থাপনাসহ ১৭টি প্রজেক্ট প্রদর্শন করে স্কিল কম্পিটিশনে অংশ নেয়। এর মধ্য থেকে প্রথম অটোমেটিক ফায়ার ফাইটিং রোবট, ২য় অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ফর পলিটেকনিক ইনস্টিটিউট ও ৩য় স্থান অধিকারী স্মার্ট রিজার্ভার ওয়াটার ক্লিনিং তিনটি নির্বাচিত প্রজেক্ট পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে স্কিল কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যক্ষ ড. নূরে আলমের সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইউরোপিয়ান আইটি সলুশনস ও ট্রেনিং ইনস্টিটিউট এর কো-ফাউন্ডার ও পরিচালক মামুন উর রশিদসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ইনস্ট্রাক্টর শহিদুল ইসলাম শাওন এর স ালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর পরিতোষ কুমার মন্ডল। ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালক মুহা: শাহজালাল সবুজ প্রবন্ধ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষার উন্নয়ন ও চ্যালেঞ্জ’, কুড়িগ্রাম পলিটেকনিকের ইনস্ট্রাক্টর নাহি-উদ-জামান প্রবন্ধ “চতুর্থ শিল্প বিপ্লব: এর চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রোল মডেল হয়ে ওঠার সম্ভাবনা” এবং ইউরোপিয়ান আইটি সলুশনস ও ট্রেনিং ইনস্টিটিউট এর কো-ফাউন্ডার ও পরিচালক মামুন উর রশিদ প্রবন্ধ “রূপকল্প ২০৪১ ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা” উপস্থাপন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়
error: Content is protected !!