বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন
এনামুল হক সরকার :
কুড়িগ্রাম জেলার উলিপুুর উপজেলায় কৃতি সন্তান প্রকৌশলী রুপম রাজ্জাক সম্পাদিত ও প্রকাশিত রংপুর বিভাগের একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডটকম’র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবমবর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮জুন) দুপুর এক ঘটিকায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে উলিপুর ডটকম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক সরকারের আয়োজনে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক । এসময়ে উপস্থিত ছিলেন চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারী,যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল ,দেশটিভির স্টাফ রিপোর্টার(ক্রাইম)আল্লাহমা ইকবাল অনিক,যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল ওয়াহেদ,প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার রাজারহাট প্রতিনিধি প্রহলাদ মন্ডল সৈকত,প্রেসক্লাব রাজারহাটের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মনু, সদস্য সোহেল রানা।