বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন
ভুল চিকিৎসায় সন্তানসহ মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় চার দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইউনিট।
সোমবার (১৯ জুন) হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড় ।
এতে বলা হয়, সম্মানিত চিকিৎসকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্ধান্তে সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ বিভাগ পুনরায় চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এর আগে গত ১৬ জুন হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ছাড়াও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় বিষয়টির তদন্তে সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শন করেছিল স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল। ওই সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে সবধরনের অপারেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের আইসিইউ বিভাগ।
তবে এর মাঝেই স্বাস্থ্য অধিদফতরের অনুমতি ছাড়া কীভাবে হাসপাতালটির আইসিইউ বিভাগ চালু করা হলো জানতে চাইলে সেন্ট্রাল হাসপাতালে সিনিয়র উপ-পরিচালক ডা. এ টি এম নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলতে পারছি না। পরিচালক মহোদয়ের থেকে আদেশ এসেছে। আমার জানামতে অপারেশন বন্ধের নির্দেশ ছিল। আর আইসিইউর মান বাড়ানোর নির্দেশ ছিল।