বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
ইউসুফ আলমগীর, সহযোগী সম্পাদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘেœ বাড়ি ফেরা, কর্মস্থলে প্রত্যাবর্তন, মহাসড়কের উপর কোরবানির পশুর হাট না বসানো, নির্ধারিত স্থানে কোরবানি করা, চামড়া সংরক্ষণে ক্রুড লবণ ব্যবহার এবং ইজারদার কর্তৃক লবণ প্রাপ্তির ব্যবস্থা নিশ্চিতের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
এ বিষয়ে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের নির্দেশে বিভিন্ন সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে পৃথক বৈঠক করেছে জেলা প্রশাসন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আসন্ন ঈদুল আজহায় কুড়িগ্রামে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যাতে নিরবিচ্ছিন্ন সেবা প্রধান করে তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও এসবের কোনো ব্যতয় পরিলক্ষিত হলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা বিশ্বাস করি কুড়িগ্রামের মানুষ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করবেন।