মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম / ৫৯ টাইম ভিউ
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে বৈষম্যের শিকার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এসপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, জেলা সাধারণ সম্পাদক এরশাদুল হক খান, সহ সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক পনির উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাষক নাসির উদ্দিন খন্দকার, সুপার বাবুল আকতার, কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহিন অবস্থায় রোগে শোকে ভুগে মৃত্যুবরণ করেছেন। প্রতিবছর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার হচ্ছে। ফলে মানবেতরভাবে শিক্ষক কর্মচারীরা দিন যাপন করছে। নতুন বাংলাদেশের শিক্ষাবান্ধব সরকারকে আমাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টি বিবেচনা করে অনতিবিলম্বে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করণের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা প্রশাসক নুসরাত সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর দুটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর