বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন
রমেশ সকরার, শ্রীবরদী (শেরপুর):
মানবিক সহায়তার আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে গড়জরিপা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান এম এ জলিল এ চাল বিতরণ করেন।
জানা গেছে, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ১৬ হাজার ৯৯০ কেজি চাল ১৬৯৯ জন উপকারভোগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এমারুল জাহিদ, ইউপি সদস্য ও প্যানেল চেয়াম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, মহুয়া বেগম, গড়জরিপা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাফর আলী, আওয়ামীলীগ নেতা শাকিল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ।