বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

বুয়েটে ভর্তি পরীক্ষা: প্রথম স্থানে চিলমারীর শাফিন

সংবাদদাতা, কুড়িগ্রাম:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মো. শাফিন আহমেদ। তিনি কুড়িগ্রামের চিলমারীর উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী গ্রামের সাবেক বিমানবাহিনীর সদস্য মো. সেকেন্দার আলী ও মোছা. সুকরিয়া পারভীনের ছেলে।

জানা গেছে, শাফিন আহমেদ ২০২০ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২২ একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। গত ১২ জুন বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। গতকাল ফল প্রকাশ হলে জানা যায়, শাফিন বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন।

বুয়েট ছাড়াও তিনি মেডিকেল জাতীয় মেধা তালিকায় ২৪৬তম হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ১০৩তম, আইইউটিতে ১৪তম স্থান ও এমআইএসটিতে মিলিটারি কোটায় ১৩তম স্থান অধিকার করেছেন।

শাফিন আহমেদ বলেন, বুয়েটে ভালো রেজাল্ট করতে পেরে অবশ্যই আমি অনেক খুশি হয়েছি। আমার ভাই-বোন ও মা-বাবা সবাই অনেক খুশি। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা-বাবার। বড় ভাইয়েরও অবদান রয়েছে। কেননা যেকোনো সমস্যায় আমি ভাইয়ের পরামর্শ নিতাম। আমার ভাই বর্তমানে বুয়েটে পড়ছেন। আমি লেখাপড়ার পেছনে সময় ব্যয় করেছি। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। সবাই আমার জন্য দোয়া করবেন।

শাফিনের বাবা সেকেন্দার আলী বলেন, চলতি মাসের ১২ তারিখ বুয়েটে পরীক্ষা দিয়েছিল শাফিন। গতকাল রেজাল্ট হয়েছে। এতে সে প্রথম হয়েছে। আমরা অনেক খুশি। তার জন্য সবাই দোয়া করবেন। আমার বড় ছেলেও বুয়েটে পড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়