মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

শ্রীবরদীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
oplus_0

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

“১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ শ্রীবরদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদের সঞ্চালনায় শিক্ষকদের দাবী তুলে বক্তব্য রাখেন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি নাজমুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, হাসানুজ্জামান রুবেল, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বারারচর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ করিম, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের হাতে তুলে দেন। এসময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর