শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

রিপোর্টারের নাম / ৪৩ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ভারতের সামনে আবারও শিরোপা খোয়ালো বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা।

প্রথমার্ধে গোল আদায় করতে না পারলেও দ্বিতীয়ার্ধে কোনো ভুল করেনি ভারতীয় যুবারা। ৫৮ মিনিট ও ইনজুরি সময়ে দুই গোল করে সহজেই ফাইনাল জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।-খবর তোলপাড়।

কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে প্রথম গোল আদায় করে ভারত। দ্বিতীয় গোলটি তারা পায় বাংলাদেশ যখন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে অলআউট ফুটবল খেলতে থাকে।

প্রথম গোল খাওয়ার পর কোচ সাইফুল বারী টিটু দলে চারটি পরিবর্তন এনেও ভারতকে রুখতে পারেননি। ভারত ফেবারিট হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিলো।

এর আগে, ২০২২ সালের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেও সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর