বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

উলিপুরে নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম / ২৬ টাইম ভিউ
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
Oplus_131072

এম এইচ শাহীন,উলিপুর(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙন ও বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ারের চর, রামনিয়াসের চর, জুয়ান সতরা ও নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিড়া ও চিনি বিতরণ করা হয়।

গত কয়েক দিনের বৃষ্টি তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয়। এতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন নিম্না অঞ্চল চর ও দীপচর গুলো বন্যার পানিতে প্লাবিত হয়ে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে । নদী ভাঙ্গনের ভিটেমাটি বাড়ি- ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা পাড়ের মানুষজন।

বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের ইঞ্জিনিয়ার মোঃ রায়হান রহমান রাজন, থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর