বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

উলিপুরে ভাঙনে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা

রিপোর্টারের নাম / ৪৪ টাইম ভিউ
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন কিছুটা কমলেও ধরলা নদীতে তা অব্যাহত আছে। এছাড়া গত এক সপ্তাহের নদ-নদীর ভাঙনে অসংখ্য পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। নদীতে চলে গেছে কয়েক একর ফসলি জমিও। সব হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে বসবাস করলেও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর, ব্যাপারি পাড়া, সরকার পাড়া ও মাঝি পাড়া এলাকায় ধরলা নদীর ৫-৬ কিলোমিটার এলাকার বাম তীরে ভাঙন অব্যাহত আছে। হুমকিতে থাকা পরিবারগুলো তাদের বাড়ি-ঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এছাড়াও এ ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক ও বন্যা আশ্রয়কেন্দ্রের একাংশ ধরলা নদীতে চলে গেছে।

বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারি পাড়া এলাকার বাসিন্দা আবু মিয়া বলেন, আমার গ্রামটি অনেক পুরাতন। কয়েকদিনের ভাঙনে গ্রামটির কিছু অংশ ধরলা নদীতে চলে গেছে। সবকিছু হারিয়ে অনেক কষ্টে আছি। সহযোগিতা তো দূরের কথা, কেউ দেখতেও আসনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর