শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

সাংবাদিক মুন্নী সাহার জন্মদিন

রিপোর্টারের নাম / ১৩০ টাইম ভিউ
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

মুন্নি সাহা চৌকস ও নির্ভীক একজন সাংবাদিক। দেশ জোড়া তার খ্যাতি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।
তার সাংবাদিকতা শুরু হয় ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি।
২০০৩ সালে মুন্নী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি, ২০১০ সালে এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্বে ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এর প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুন্নী সাহা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নিউজ কভার করার জন্য ঘুরেছেন বিভিন্ন দেশে।
হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরে এলে তার সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছিল মুন্নীর।
জন্ম ২ অক্টোবর ১৯৬৯ সালে মুন্সিগঞ্জে। এসএসসি পাস করেন সেখান থেকেই। মাতা রত্নগর্ভা আপেল রানী সাহা। মুন্নীরা সাত ভাই চার বোন।
সমালোচনা
২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি এটিএন নিউজের টকশোর সঞ্চালনায় সুরঞ্জিত সেনগুপ্ত ও শাহজাহান খানের উপস্থিতিতে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমকে ‘ওয়ানম্যান ওয়ান পার্টি’ বলায় প্রচন্ড রোষানলে পড়তে হয় তাকে।
সৈয়দ ইব্রাহিম সেদিন মুন্নী সাহাকে জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। পরিস্থিতি আঁচ করতে পেরে বিষয়টি মুন্নীরও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলনা।
খ্যাতিমান সাংবাদিক মুন্নী সাহা যেন সামনের দিনগুলোতে তার জিহ্বাকে সংবরণ করে চলতে পারেন সামান্য একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটিই প্রত্যাশা।
ফেসবুক পরিবারের পক্ষে তার জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর