শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম

গুচ্ছের চূড়ান্ত ভর্তি পরীক্ষা শনিবার থেকে, ক্লাস শুরু ২০ অক্টোবর

রিপোর্টারের নাম / ৭৭ টাইম ভিউ
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষা শনিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো কোটাসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। তবে আগামী ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যাবে।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া গত ২৯ সেপ্টেম্বর রাতে শেষ হয়েছে।-খবর তোলপাড়।

জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করেছেনে শিক্ষার্থীরা। এ জন্য অনলাইনে ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি দিতে হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত এবং বিভিন্ন কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মূল নম্বরপত্রসমূহ (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে। ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

চূড়ান্ত ভর্তি ও কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। ১ম ও ২য় পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুইটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর