সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

সহযোগী অধ্যাপক ১১৮ চিকিৎসক

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ১১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। এছাড়া পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির আগের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।-খবর তোলপাড়।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টেবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে (per1@hsd.gov.bd) পাঠাতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন- অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০ জন, ইএনটি বিভাগের ১৭ জন, মেডিসিন বিভাগের নয়জন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের আটজন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আটজন, প্রস্থোডেনটিক্স বিভাগের ছয়জন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের ছয়জন, ডেন্টিস্ট্রি বিভাগের পাঁচজন, অর্থোডেনটিক্স বিভাগের পাঁচজন, এন্ডোক্রাইনোলজি বিভাগের পাঁচজন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পাঁচজন, কনজারভেটিভ ডেনটিস্ট্রি বিভাগের চারজন, থোরাসিক সার্জারি বিভাগের চারজন, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের তিনজন, পেডিয়াট্রিক বিভাগের দুইজন ও অফথালমোলজি বিভাগের দুইজন।

এ ছাড়াও গাইনি অনকোলজি বিভাগের একজন, চর্ম ও যৌন বিভাগের একজন, ট্রপিক্যাল মেডিসিন বিভাগের একজন, প্যাথলজি বিভাগের একজন, বায়োকেমিস্ট্রি বিভাগের একজন, ভাইরোলজি বিভাগের একজন, মাইক্রোবায়োলজি বিভাগের একজন, রেডিওথেরাপি বিভাগের একজন ও সাইকিয়াট্রি বিভাগের একজন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর