উলিপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

তৈয়বুর রহমান:
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গতকাল (৩ অক্টোবর) বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন,জেলার উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা ও তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাজা।
গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের কৃত মামলায় তাদেরকে আটকের কথা নিশ্চিত করেন,উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিতে হয়ে হামলা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন কম বেশি আহত হন।
সম্প্রতি এ ঘটনায়,জেলা যুবদলের আবু তাহের মেছবা বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন দুইজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।