বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন
ইউসুফ আলমগীর, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৫জুন) কুড়িগ্রাম সদর উপজেলা হল রুমে বেসরকারি উন্নয়ন সংগঠন এমজেএসকেএস-এর আয়োজনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, প্রকল্প কর্মকর্তা রতœা রায় প্রমূখ।
আয়োজকরা জানান, এম্বাসেী অফ সুইডেনের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এই প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর চরাঞ্চলের নারীদের ক্ষমতায়ন ও জলবায়ুর সহনশীলতায় বিভিন্ন উন্নয়নমূখি কাজ করা সম্ভব হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্প বরাদ্ধ ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংগঠক মহিদেব যুব সমাজ কল্যান সমিতি।