সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন
বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে ঈদের পর কর্মশালা করা হবে। গতকাল রোববার (২৫ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমপিও নীতিমালা-২০২১ স্পষ্টীকরণে আয়োজিত সভায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-খবর তোলপাড় ।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। এমপিও নীতিমালার যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টিও আলোচনায় ছিল। বদলিসহ শিক্ষকদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বলেন, এমপিও নীতিমালায় সামঞ্জস্যতা আনতে সভায় আলোচনা হয়েছে। এছাড়া কিছু বিষয় সংশোধন নিয়েও আলোচনা হয়েছে। ঈদুল আজহার পর এ বিষয়ে আমাদের একটি কর্মশালা হবে। ওই কর্মশালায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।