সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে ৬ ঘন্টার ব্যবধানে পুত্রবধূর মৃত্যুর খবর পেয়ে শাশুড়ির মৃত্যু হয়েছে। একই মাঠে পৃথক জানাজা দিয়ে পাশাপাশি কবর দেয়া হয়েছে পুত্রবধূ-শাশুড়ির। এঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৮অক্টোবর) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে।
মৃতের পরিবার ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের জাহাঙ্গীর আলম বকসীর স্ত্রী আক্তারুন্নাহার ময়না (৫০) অসুস্থ হলে ৭অক্টোবর সোমবার রাত ৮ টায় দিকে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পরে হাসপাতাল থেকে ভোরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের কান্নাকাটি ও মৃত্যুর খবর পেয়ে আক্তারুন্নাহারের অসুস্থ শাশুড়ি কোহিনুর বেগম আলো (৯০)ও মঙ্গলবার (৮অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মারা যান।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় পুটিকাটা ঈদগাহ মাঠে পুত্রবধূ আক্তারুন্নাহার এর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়। এছাড়া ওইদিন বিকাল ৫ টায় একই মাঠে শাশুড়ি কোহিনুর বেগমের জানাজা শেষে পুত্রবধুর কবরের পাশে শাশুড়ির লাশ দাফন সম্পন্ন করা হয়।
ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক এর সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।
মোবাইল : ০১৭৭৩৩৭৪৩৬২ । ইমেইল : dailytolpernews@gmail.com
বিজ্ঞাপন: prohaladsaikot@gmail.com