বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন
এসএ বাবলু, সহযোগী সম্পাদক:
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহালম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহালম(৩০) মঙ্গলবার (২৭জুন) বিকাল ৫টার দিকে একই ইউনিয়নেরে ভীমশর্মা গ্রামের এক বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহালম দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ কুদ্দুস প্রামানিক নিশ্চিত করেছেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ(তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে রয়েছি। বৈদ্যুতিক তারে জড়িয়ে ছেলেটির মৃত্যু হয়েছে।